Notice

If anybody like to write or contribute in this blog, please mail us at prominentbanker@gmail.com. - Admin

Short note (  টিকা ) :-

১। Sunk Cost(নিমজ্জিত ব্যয়) :-  অতীতে সংঘটিত ব্যয় যা বর্তমানে কোন সিদ্ধান্ত গ্রহনে প্রভাব বিস্তার করে না তাকে নিমজ্জিত ব্যয় বলে। সিদ্ধান্ত গ্রহনে নিমজ্জিত ব্যয় প্রাসঙ্গিক নয়।

২। CVP এর সীমাবদ্ধতা (Limitation of CVP analysis) :

o   সমচ্ছেদ বিশ্লেষন কতগুলো মৌলিক অনুমানের বা শর্তের উপর প্রতিষ্ঠিত। অনুমান বা শর্তগুলো সঠিক না হলে সমচ্ছেদ বিশ্লেষন ভুল হতে বাধ্য।

o   সমচ্ছেদ বিশ্লেষনে স্থায়ী ব্যয়, উৎপাদন প্রনালী, বিক্রয় নীতি, বিক্রয় দর, বিক্রয় মিশ্রন, পরিচালন দক্ষতা ইত্যাদি অপরিবর্তিত থাকবে বলে ধরা হয়।কিন্তু বাস্তবে তা অপরিবর্তিত থাকে না।

o   আধা পরিবর্তনশীল ব্যয় সমূহকে স্থায়ী ও পরিবর্তনশীল এই দুই ভাগে বিভক্ত করায় অনেক সময় অসুবিধা হয়। ফলে সমচ্ছেদ বিশ্লেশন বাধার সম্মুখীন হয়।

 

৩। ডেবিট নোট ও ক্রেডিট নোট (Debit memorandum Vs Credit Memorandum):

                ডেবিট নোটঃ কোন হিসাবকে ডেবিট করে হিসাবের মালিক কে যে পত্রের মাধ্যমে জানানো হয় তাকে ডেবিট নোট বলা হয়। ব্যাংক চার্জ ধার্য্য করে গ্রাহকের হিসাব Debit করে গ্রাহককে যে পত্রের মাধ্যমে জানানো হয় তাকে Debit Memorandum বলে।

   

    ক্রেডিট নোটঃ কোন হিসাবকে Credit করে হিসাবের মালিককে যে পত্রের মাধ্যমে জানানো হয় তাকে ক্রেডিট নোট বলা হয়। ব্যাংক Interest Charge করে গ্রাহককে যে পত্রের মাধ্যমে জানানো হয় তাকে Credit Memorandum বলে।

 

4. CAMELS Rating: বিশ্বব্যাংকের একটি শক্তিশালী দল দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাংকগুলোর সংস্কারের কাজ করে এবং আর্থিক খাত সংস্কার প্রকল্প FSRP গঠন করে। এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথম পরিকল্পিত ব্যাংকিং সংস্কার প্রকল্প হিসেবে পরিচিত। এই প্রকল্পের সুপারিশ এখন পর্যন্ত পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে।ইতিপূর্বে কোন মানসম্মত রেটিং পদ্ধতির অস্তিত্ব ছিল না।FSRP এর নিয়ন্ত্রনে ব্যাংকের জন্য একটি মানসম্মত রেটিং পদ্ধতির কথা উল্লেখ ও প্রবর্তন করা হয়।আন্তর্জাতিক ব্যাংকিং জগতে উক্ত রেটিং পদ্ধতিই হল ক্যামেল রেটিং। ক্যামেল রেটিং পদ্ধতিতে প্রতিটি ব্যাংকের রেটিং পাঁচটি বিষয় গননার মাধ্যমে হিসেব করা হয়। যেমন- 1. Capital 2. Asset 3. Management 4. Earning 5. Liquidity. এই পাঁচটি ইংরেজী শব্দের প্রথম অক্ষর নিয়ে একত্রে গঠিত হয় CAMEL রেটিং।

১। অর্থশাস্ত্র এমন হচ্ছে একটি বিজ্ঞান যা মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্কে আলোচনা করে।- উক্তিটি ব্যাখ্যা করুন।
২। ব্যাংকার হিসেবে অর্থনীতি পাঠের গুরুত্ব লিখুন।
৩। ব্যষ্টিক ও সামস্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখুন।
৪। Scarcity কি? সুযোগ ব্যয় কি?
৫। বাজার ভারসাম্য কি? চিত্রসহ ব্যাখ্যা করুন।
৬। চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কি কি?
৭। চাহিদা কি?  চাহিদা রেখা ডান দিকে নিম্মগামী কারন কি চিত্রসহ ব্যাখ্যা করুন।
৮। চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমুহ আলোচনা করুন।
৯। যোগান কি? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন।
১০। চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিন। চাহিদার পুর্বানুমান বলতে কি বুঝেন?
১১। চাহিদার আয় স্থিতিস্থাপকতা ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা বর্ণনা করুন।
১২। কোন পন্যের চাহিদার পুর্বানুমান করার বিভিন্ন পদ্ধতি উল্লেখ করুন।
১৩। সুচক সংখ্যা কি? এর গুরুত্ব আলোচনা করুন।
১৪। উতপাদন অপেক্ষক বলতে কি বুঝেন?
১৫। নিরপেক্ষ রেখা কি? এর বৈশিষ্ট্যসমুহ লিখুন।
১৬। সমউতপাদন রেখার বৈশিষ্ট্য বর্ণনা করুন।

১৭। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কি বুঝেন? এদের মধ্যে পার্থক্য দেখান।
১৮। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন।
১৯। উতপাদন বলতে কি বুঝেন? মোট, গড় ও প্রান্তিক উতপাদনের সংজ্ঞা দিন।
২০। সমউতপাদন রেখা ও সম-খরচ রেখা বলতে কি বুঝেন।
২১। স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, গড় ব্যয় বলতে কি বুঝেন? দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কেন স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে আলাদা।
২২। পুর্ন প্রতিযোগীতামুলক বাজার বলতে কি বুঝেন? এর বৈশিষ্ট্যসমুহ কি কই?
২৩। স্বল্পকালে পুর্নপ্রতিযোগীতামুলক বাজারে একটি ফার্মের ভারসাম্য আলোচনা করুন।
২৪। একচেটিয়া বাজার ও পুর্নপ্রতিযোগীতামুলক বাজারের মধ্যে পার্থক্য নির্দেশ করুন।
২৫। একচেটিয়া কারবারে কোন যোগান রেখা নেই- ব্যাখ্যাকরুন।
২৫। সূদের হারের তারতম্যের কারনগূলো কী?  আলোচনা করুন।
২৬। মোট জাতীয় আয়, মোট জাতীয় উতপাদন এবং নীট জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক দেখান।
২৭। ফিশারের অর্থের পরিমান তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা করুন।


--
Md. murad hossain
Institute of Bankers, Bangladesh (IBB)
BDBL Bhaban, (10th floor)
12 Kawran Bazar, Tejgaon,
Dhaka


Time Table of 81th (Summer) Banking Diploma Examination, June 2015


Date
Time
Subject
Type
12-06-2015
Friday
9.00 am to 12.00 am
Principle of Economics & Bangladesh Economy
JAIBB

Management of Financial Institutions
DAIBB

2.00 pm to 5.00 pm
Business communication
JAIBB

Lending Operation & Risk Managemetn
DAIBB
19-06-2015
Friday
9.00 am to 12.00 am
Laws and practice of Banking
JAIBB

International Trade & foreign Exchange
DAIBB

2.00 pm to 5.00 pm
Organisation & Management
JAIBB

Information Technology in Financial Services
DAIBB
26-06-2015
Friday
9.00 am to 12.00 am
Accounting for Financial Services
JAIBB

9.00 am to 12.30 pm
Management Accounting
DAIBB

2.00 pm to 5.00 pm
Marketing of Financial Services
JAIBB


Central Banking & Monetary Policy
Or
Agriculture & Microfinance
Or
SME & consumer Banking
Or
Islamic Banking
Or
Investment Banking & Lease Financing
Or
Treasury Management
DAIBB
JAIBB Question December 2014
Principle of Economics and Bangladesh Economy
1.      a) Economics is the science of wealth- Discuss.                                                   8
      b) Why is Economics central to an understanding of the problems of Development?                                        12
2.     Elaborate on the basic economic questions of ‘what’, ‘How’, and ‘For whom’. Give specific example of these questions with respect to the use of a country’s limited resource.                                                                                            20
3. a) Distinguish between price Elasticity of demand and income elasticity of demand.
    b) Calculate the price elasticityof demand when the price of a product rises from Tk. 10 to Tk 15, causing a fail in the quantity demanded of the product from 40 to 30.
10. Write short notes on any four of the following:
  •  Vicious circle of poverty
  • Reserve Money
  • Green Banking
  • Excess Liquidity
  • Terms of Trade
  • Inferior good

Related articles