Notice

If anybody like to write or contribute in this blog, please mail us at prominentbanker@gmail.com. - Admin
আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের জন্য রেজাল্ট খোজার পদ্ধতি নিয়ে কথা বলব।
IBB website এ রেজাল্ট পিডিএফ ফাইল আকারে থাকে। ফলে রেজাল্ট দেখতে হলে সম্পুর্ন ফাইল ডাউনলোড করতে হয়। আবার সাধারন মোবাইল দিয়ে পিডিএফ ফাইল দেখা যায় না। তাই আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা হল  পিডিএফ ফাইল ডাউনলোড না করে শুধু মাত্র এনরোল নাম্বার দিয়ে আপনার ফলাফল দেখতে পারবেন। ডিসেম্বার ২০১৪ সালের রেজাল্ট আপলোড করা হচ্ছে। নিচের লিঙ্ক থেকে আপনার রেজাল্ট দেখতে পারবেন। ব্যাংকিং ডিপ্লোমা রেজাল্ট এ ক্লিক করুন।

এই পদ্ধতিটির সুবিধা হল আপনি শুধু মাত্র এনরোল নাম্বার দিয়ে কোন সালে কোন বিষয় পাশ করেছেন তা দেখতে পারবেন। তবে যেহেতু আমাদের প্রোগ্রামটি এই বছর থেকে চালু হয়েছে, তাই ডিসেম্বার ২০১৪ সাল থেকে রেজাল্ট দেখতে পারবেন।

আপনাদের পরামর্শ আমাদের জানাবেন।

Diploma in Islamic Banking Exam Result March 2015 has been published.

Go to IBTRA web site www.ibtra.com  to see the result.

Related articles