Notice

If anybody like to write or contribute in this blog, please mail us at prominentbanker@gmail.com. - Admin

Accounting Tutorial : Short noteon Sunk Cost, Limitation of CVP analysis, Debit note and credit note, CAMELS Rating

BD Blogger | 8:35 PM | 0 Comments



Short note (  টিকা ) :-

১। Sunk Cost(নিমজ্জিত ব্যয়) :-  অতীতে সংঘটিত ব্যয় যা বর্তমানে কোন সিদ্ধান্ত গ্রহনে প্রভাব বিস্তার করে না তাকে নিমজ্জিত ব্যয় বলে। সিদ্ধান্ত গ্রহনে নিমজ্জিত ব্যয় প্রাসঙ্গিক নয়।

২। CVP এর সীমাবদ্ধতা (Limitation of CVP analysis) :

o   সমচ্ছেদ বিশ্লেষন কতগুলো মৌলিক অনুমানের বা শর্তের উপর প্রতিষ্ঠিত। অনুমান বা শর্তগুলো সঠিক না হলে সমচ্ছেদ বিশ্লেষন ভুল হতে বাধ্য।

o   সমচ্ছেদ বিশ্লেষনে স্থায়ী ব্যয়, উৎপাদন প্রনালী, বিক্রয় নীতি, বিক্রয় দর, বিক্রয় মিশ্রন, পরিচালন দক্ষতা ইত্যাদি অপরিবর্তিত থাকবে বলে ধরা হয়।কিন্তু বাস্তবে তা অপরিবর্তিত থাকে না।

o   আধা পরিবর্তনশীল ব্যয় সমূহকে স্থায়ী ও পরিবর্তনশীল এই দুই ভাগে বিভক্ত করায় অনেক সময় অসুবিধা হয়। ফলে সমচ্ছেদ বিশ্লেশন বাধার সম্মুখীন হয়।

 

৩। ডেবিট নোট ও ক্রেডিট নোট (Debit memorandum Vs Credit Memorandum):

                ডেবিট নোটঃ কোন হিসাবকে ডেবিট করে হিসাবের মালিক কে যে পত্রের মাধ্যমে জানানো হয় তাকে ডেবিট নোট বলা হয়। ব্যাংক চার্জ ধার্য্য করে গ্রাহকের হিসাব Debit করে গ্রাহককে যে পত্রের মাধ্যমে জানানো হয় তাকে Debit Memorandum বলে।

   

    ক্রেডিট নোটঃ কোন হিসাবকে Credit করে হিসাবের মালিককে যে পত্রের মাধ্যমে জানানো হয় তাকে ক্রেডিট নোট বলা হয়। ব্যাংক Interest Charge করে গ্রাহককে যে পত্রের মাধ্যমে জানানো হয় তাকে Credit Memorandum বলে।

 

4. CAMELS Rating: বিশ্বব্যাংকের একটি শক্তিশালী দল দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাংকগুলোর সংস্কারের কাজ করে এবং আর্থিক খাত সংস্কার প্রকল্প FSRP গঠন করে। এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথম পরিকল্পিত ব্যাংকিং সংস্কার প্রকল্প হিসেবে পরিচিত। এই প্রকল্পের সুপারিশ এখন পর্যন্ত পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে।ইতিপূর্বে কোন মানসম্মত রেটিং পদ্ধতির অস্তিত্ব ছিল না।FSRP এর নিয়ন্ত্রনে ব্যাংকের জন্য একটি মানসম্মত রেটিং পদ্ধতির কথা উল্লেখ ও প্রবর্তন করা হয়।আন্তর্জাতিক ব্যাংকিং জগতে উক্ত রেটিং পদ্ধতিই হল ক্যামেল রেটিং। ক্যামেল রেটিং পদ্ধতিতে প্রতিটি ব্যাংকের রেটিং পাঁচটি বিষয় গননার মাধ্যমে হিসেব করা হয়। যেমন- 1. Capital 2. Asset 3. Management 4. Earning 5. Liquidity. এই পাঁচটি ইংরেজী শব্দের প্রথম অক্ষর নিয়ে একত্রে গঠিত হয় CAMEL রেটিং।

Category:

About author:
Author is a banker and blogger. He writes on Banking diploma and professional certifications for bankers such as CDCS, CAMS etc. Now serve in a large private bank of Bangladesh.

0 Comments

Related articles