ব্যাংকিং ডিপ্লোমা পার্ট-১ টিউটোরিয়ালঃ পর্ব-১
,
প্রথমেই বলি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা কি?
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা হল ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের জন্য একটি প্রফেশনাল কোর্স।
এটি আপনার প্রমোশনের জন্য অতিরিক্ত যোগ্যতা। সুতরাং এক্সপার্ট হওয়ার দরকার নাই। শুধুমাত্র পাশ করলেই চলবে।
ইন্সটিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দুই অংশে বিভক্ত।
পার্ট-১ এবং পার্ট-২। অনেকটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মত। পার্ট-১ পাশ করলে পার্ট-২।
পার্ট-১ এ ৬ বিষয়ে ৬০০ নাম্বার
পার্ট-২ এ ৬ বিষয়ে ৬০০ নাম্বার। দুই পার্ট এ মোট ১২০০ নাম্বার।
পার্ট-১ এর বিষয়গুলিঃ
১। বিজনেস কমিউনিকেশন
২। ব্যাংকিং প্র্যাক্টিস এন্ড ল
৩। অর্থনীতি
৪। ম্যানেজমেন্ট ফর ফাইনান্সিয়াল সার্ভিস
৫। একাউন্টিং ফর ফাইনান্সিয়াল সার্ভিস
৬। মার্কেটিং
পার্ট-২ এর বিষয়গুলিঃ
----
বছরে দুই বার এই পরীক্ষা হয়। সাধারণত মে-জুন এবং নভেম্বর -ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ফি বর্তমানে ১৫০০ টাকা এবং রেজিস্ট্রেশন এর মেয়াদ আজীবন।
ফেল করলে কোন সমস্যা নেই। যেই বিষয় ফেল করবেন ঐ বিষয় পরবর্তীতে পরীক্ষা দিতে পারবেন।
হতাশ হওয়ার কোন কারন নেই।
আপনি হয়ত ইতিমধ্যে জেনেছেন যে কেউ কেউ কোন বিষয় ৫ বা ৬ বার দিয়েও পাশ করতে পারছে না।
তাই আপনাদের জন্য আমরা এই ফ্রি টিউটোরিয়াল এর ব্যবস্থা করেছি।
গুরুত্ব বিবেচনা করে আমরা প্রথমেই বিজনেস কমিউনিকেশন এবং একাউন্টিং এর টিউটোরিয়াল দিয়ে শুরু করব।
পর্ব-২ঃ একাউন্টিং টিউটোরিয়াল, লেকচার ১
Category: JAIBB Tutorial, ব্যাংকিং ডিপ্লোমা টিউটোরিয়াল পার্ট-১
Tutorial need for Marketing
ReplyDeleteরেজিষ্ট্রেশন ফী কত?
ReplyDelete