ব্যাংকিং ডিপ্লোমা পার্ট-১ টিউটোরিয়ালঃ পর্ব-২ (একাউন্টিং লেকচার-১) ভিডিও
আমরা আগেই বলেছি, এখানে এক্সপার্ট হওয়ার দরকার নাই। শুধু পাশ করলেই চলবে। ভয় পাওয়ার কিছু নেই।
সব অংক পরীক্ষায় দেয়ার দরকার নেই। সুবিধামত ২ থেকে ৩ টি অংক দিলেই যথেষ্ট।
আর অবশ্যই সব থিওরী এন্সার করবেন।
বিগত পাঁচ বছরে যে অংক গুলো এসেছে তার আলোকে আমরা টিউটোরিয়াল সাজিয়েছি।
আজ শিখব ডেবিট এবং ক্রেডিট কি?
একেবারে খাটি বাংলা ভাষায় বললে বিষয়টা এভাবে হবে-
সুবিধা /নগদ টাকা/ পন্য গ্রহনকারী - ডেবিট
সুবিধা প্রদানকারী - ক্রেডিট
যেমনঃ ৫০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করল।
এখানে - কে ব্যবসা শুরু করল? কোম্পানী। তার মানে কোম্পানীকে ৫০,০০০ টাকা দেয়া হয়েছে ব্যবসা শুরু করার জন্য। এটি মুলধন বা capital
সুতরাং মুলধন বা capital হিসাব - ডেবিট
আর নগদ টাকা ক্রেডিট।
কিছুটা বুঝতে পেরেছেন?
আসুন ভিডিও দেখি।
Category: JAIBB Tutorial, ব্যাংকিং ডিপ্লোমা টিউটোরিয়াল পার্ট-১
0 Comments